আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সারাদিন বান্দাকে তাঁর যিকিরের ভেতরে থাকার ব্যবস্থা করেছেন। এমনকি বান্দা যখন রাতে বিছানায় যাবে তখনও তার জন্য কিছু যিকির রেখেছেন। এতে করে একদিকে সে সওয়াব অর্জন করে, অন্যদিকে সুরক্ষিত থাকে। পাশাপাশি নবীজীর অনুসরণও হয়ে যায়।
দেখুনআল্লাহ তাঁর বান্দাদেরকে সকাল ও সন্ধ্যায় যিকির করতে উৎসাহিত করেছেন। যাতে বান্দার সারা দিন ও রাত আল্লাহর স্মরণের মাঝে কাটে। যিকিরের দ্বারা তার হৃদয় জীবিত থাকে। শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষিত থাকে। সর্বোপরি রাসূলের আদর্শ পালন হয়ে যায়। কারণ আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, ‘সূর্যোদয় ও সূর্যাস্তের আগে তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা করে তাসবীহ পাঠ করো’।
দেখুনপ্রত্যেক নতুন ভোরে একজন মুসলমান নতুন করে যিকিরের মাধ্যমে সুরক্ষার পোশাক পরিধান করে। এতে আল্লাহর কুরআন বর্ণিত এই নির্দেশ পালিত হয়: ‘সূর্যোদয় ও সূর্যাস্তের আগে তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা করে তাসবীহ পাঠ করো’। আর এতে করে তার দিনের সকল কাজের সূচনা হয় আল্লাহ যিকিরের মাধ্যমে। পুরো দিনটি ভরপুর হয় আল্লাহর আনুগত্যে।
দেখুনকুরআনের ছোট ছোট সূরা ও দুআগুলোর বিশুদ্ধ উচ্চারণ শেখার পদ্ধতি
. বিশুদ্ধ উচ্চারণ ও মুখস্থ নিশ্চিত করতে ধারাবাহিক রিপিটের সুযোগ
. বিভিন্ন কারীদের সুন্দর ও সুস্পষ্ট তিলাওয়াতের অডিও
শেখা শুরু করুন