brightness_1
মুয়াযযিনের অনুসরণ করা।
আযান শুনলে মুয়াযযিন যা বলেন সেটা বলা সুন্নাত। তবে মুয়াযযিন যখন ‘হাইয়্যা আলাস-সালাহ’ এবং ‘হাইয়্যা আলাল-ফালাহ’ বলবেন, তখন ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলা সুন্নাত।
দলীল হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. এর হাদীস। তিনি নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেন, ‘তোমরা যখন মুয়াযযিনের আযান শোনো, তখন সে যা বলে তোমরাও তাই বলো....’। (মুসলিম ৩৮৪)। একইভাবে উমর ইবনুল খাত্তাব রা. এর হাদীস। তিনি বলেন, নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যখন মুয়াযযিন ‘আল্লাহ আকবার, আল্লাহু আকবার’ বলে, তখন কেউ যদি ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। মুয়াযযিন যখন বলে, ‘আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ’, সেও বলে, ‘আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াযযিন যখন বলে, ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’, সেও বলে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’। মুয়াযযিন যখন বলে ‘হাইয়্যা আলাস সালাহ’ সে বলে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’। মুয়াযযিন যখন বলে, ‘হাইয়্যা আলাল ফালাহ’, সে বলে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’। মুয়াযযিন যখন বলে, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’, সে বলে, ‘আল্লাহু আকবার, আল্লহু আকবার’। মুয়াযযিন যখন বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু’, সে বলে, ‘লা ইল্লাল্লাহ’। এগুলো যদি কেউ হৃদয়ের গভীর থেকে বলে, তবে সে জান্নাতে প্রবেশ করবে’। (মুসলিম ৩৮৫)
ফজরের আযানের সময় তাসওঈব করা সুন্নাত। অর্থাৎ এসময়ে মুয়াযযিন যখন ‘আস-সালাতু খাইরুম মিনান নাউম’ বলবে, তখন জবাবদাতাও ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’।