languageIcon
search
search
brightness_1 ফজরের সুন্নাত হলো দীনের প্রথম সুন্নাতে রাতেবা (মুয়াক্কাদা)

ফজরের সুন্নাত হলো দীনের প্রথম সুন্নাতে রাতেবা (মুয়াক্কাদা)। এখানে কয়েকটি সুন্নাত আমল রয়েছে। তবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনার আগে ‘সুনানে রাওয়াতেব’ নিয়ে কিছু আলোচনা করা দরকার। এক কথায় সুন্নাতে রাতেবা হলো: ফরজ নামাজের পরে সবসময় পড়তে হয় এমন সুন্নাত। আর সেটা হলো বারো রাকাআত।

উম্মে হাবীবা রা. থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি দিনে ও রাতে বারো রাকাআত নামাজ পড়বে, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মিত হবে। (মুসলিম ৭২৮), তিরমিযীতে আরও একটু বিস্তারিত রয়েছে: যোহরের আগে চার রাকাআত। যোহরের পরে দুই রাকাআত। মাগরিবের আগে দুই রাকাআত। ইশার পরে দুই রাকাআত এবং ফজরের আগে দুই রাকাআত। ( তিরমিযী- ৪১৫। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।

brightness_1 ফজরের সুন্নাত নামাজের প্রথম রাকাআতে সূরা ফাতেহার পরে

ফজরের সুন্নাতের বিশেষ বৈশিষ্ট্যসমূহ

চার. ফজরের সুন্নাত নামাজের প্রথম রাকাআতে সূরা ফাতেহার পরে সূরা কাফিরূন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নাত। মুসলিম শরীফে আবু হুরাইরা রা. এর হাদীস এটার দলীল।

অথবা চাইলে প্রথম রাকাআতে সূরা ফাতেহার পরে সূরা বাক্কারার নিম্নোক্ত আয়াত পড়তে পারে: قُولُواْ آمَنَّا بِاللّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالأسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ  [বাক্বারা: ১৩৬]

 

আর দ্বিতীয় রাকাআতে আলে ইমরানের নিম্নোক্ত  আয়াত পড়বে: قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْاْ إِلَى كَلَمَةٍ سَوَاء بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلاَّ نَعْبُدَ إِلاَّ اللّهَ وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئاً وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضاً أَرْبَاباً مِّن دُونِ اللّهِ فَإِن تَوَلَّوْاْ فَقُولُواْ اشْهَدُواْ بِأَنَّا مُسْلِمُونَ  [আলে ইমরান: ৫২]দলীল মুসলিম শরীফে ইবনে আব্বাসের হাদীস। যেহেতু একাধিক সূরা পড়ার কথা রয়েছে। সুতরাং কখনও এটা পড়বে, কখনও অন্যটা পড়বে।