brightness_1
দুআতে কী কী চাওয়া যেতে পারে?
ফায়েদা: কারও মনে প্রশ্ন জাগতে পারে, দুআতে কী কী চাওয়া যেতে পারে?
উত্তর: দুআর ভেতরে দুনিয়া ও আখেরাতের যা কিছু চাওয়া-পাওয়া সব চাওয়া যেতে পারে। তবে দুআর ক্ষেত্রে ‘সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক’ শব্দে দুআ করা উত্তম। এসব দুআ কুরআন ও সুন্নাহতে রয়েছে। তাতে দুনিয়া ও আখেরাত উভয় জীবনের কল্যাণের অসংখ্য দুআ রয়েছে। কারণ নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন দুআ করেছেন, তখন এমন সব মহান বাক্যে দুআ করেছেন, যাতে ইহকাল ও পরকাল উভয় জীবনের কল্যাণ বিদ্যমান। সে হিসেবে একজন মুমিনের সেসব দুআ পাথেয় হিসেবে গ্রহণ করা উচিত।
আবু মালেক আশজাঈ রা. স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, তিনি নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ঘটনা প্রসঙ্গে বলেন, এক ব্যক্তি নবীজীর কাছে এসে বললো, হে আল্লাহর নবী! যখন দুআ করবো আল্লাহর কাছে কী চাইবো? নবীজী বললেন, ‘বলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাকে দয়া করুন। আমাকে সুস্থতা দান করুন। আমাকে রিযিক দিন’। এরপর বৃদ্ধাঙুলি ব্যতীত অন্যান্য আঙুল একত্র করে বললেন, ‘এগুলোতে তোমার দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ নিহিত’। (মুসলিম ২৬৯৭)
অপর একটি বর্ণনায় এসেছে, যখন কেউ নতুন ইসলাম গ্রহণ করতো, নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সর্বপ্রথম নামাজ শিক্ষা দিতেন। এরপর তাকে নিম্নোক্ত দুআগুলো শিখিয়ে দিতেন, ‘আল্লাহুমাগফিরলী ওয়ার হামনী, ওয়াহদিনী, ওয়াফিনী, ওয়ারযুকনী’। (মুসলিম ২৬৯৭)