brightness_1
ডান পায়ে আগে জুতা পরা সুন্নাত।
জুতা পরার সময়ে ডান পায়ে শুরু করা সুন্নাত। আর যখন জুতা খুলবে তখন বাম পা আগে খোলা সুন্নাত।
দলীল আবু হুরাইরা রা. এর হাদীস। তিনি বলেন, রাসূলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমাদের কেউ যখন জুতা পরে তখন যেন ডান পা দিয়ে শুরু করে। আর যখন কেউ জুতা খোলে, যেন বাম পা আগে খোলে। যাতে করে ডান পায়ে আগে জুতা পরা হয় এবং ডান পা থেকেই শেষে খোলা হয়’। (বখারী ৫৮৫৬)
মুসলিমের অপর একটি রেওয়ায়েতে এসেছে, ‘তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয়তো দুই পায়ে জুতা পরবে অথবা খালি পায়ে হাঁটবে। (মুসলিম ২০৯৭)
উপর্যুক্ত হাদীস দু’টিতে তিনটি সুন্নাত রয়েছে:
১. জুতা পরার সময় ডান পায়ে আগে পরবে।
২. খোলার সময় বাম পা আগে খুলবে।
৩. হয়তো দুই পায়ে জুতা পরবে। অথবা একেবারেই পরবে না। অন্য কথায়, এক পায়ে জুতা পরবে না।