brightness_1
প্রচণ্ড উত্তাপের সময় তাপ কমা পর্যন্ত দেরি করে জোহরের নামাজ আদায় করা সুন্নাত।
এর দলীল হচ্ছে:
আবু হুরাইরা রা. এর মারফূ হাদীস: ‘যখন তাপ প্রখর হয়, দেরি করে ঠাণ্ডা হলে নামাজ পড়ো। কেননা তাপের প্রচণ্ডতা জাহান্নামের উত্তপ্ততার কারণে তৈরি হয়’। ( বুখারী ৫৩৪, ৫৩৩, মুসলিম ৬১৫)
শাইখ ইবনে উসাইমীন বলেন, ‘যদি আমরা ধরে নিই যে গ্রীষ্মের সময় সূর্য বারোটার দিকে ঢলে পড়ে আর আসরের ওয়াক্ত হয় প্রায় সাড়ে চারটার সময়, সে হিসেবে জোহর আদায়ের সুন্নাত সময় হবে বিকাল ৪ টার আগ পর্যন্ত’। (মুমতি’ ২/১০৪)
বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী জামাআতের সঙ্গে কিংবা একাকী নামাজ আদায়কারী সকলের জন্যই দেরি করে জোহরের সালাত আদায় করা সুন্নাত। ইবনে উসাইমীন র. এর মতও এটাই। সে হিসেবে নারীদের জন্যও এটা সুন্নাত। কারণ আবু হুরাইরা রা. এর হাদীসে কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি। হাদীসটি ব্যাপক।