জুতা পরার সময়ে ডান পায়ে শুরু করা সুন্নাত। আর যখন জুতা খুলবে তখন বাম পা আগে খোলা সুন্নাত।
দলীল আবু হুরাইরা রা. এর হাদীস। তিনি বলেন, রাসূলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমাদের কেউ যখন জুতা পরে তখন যেন ডান পা দিয়ে শুরু করে। আর যখন কেউ জুতা খোলে, যেন বাম পা আগে খোলে। যাতে করে ডান পায়ে আগে জুতা পরা হয় এবং ডান পা থেকেই শেষে খোলা হয়’। (বখারী ৫৮৫৬)
মুসলিমের অপর একটি রেওয়ায়েতে এসেছে, ‘তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয়তো দুই পায়ে জুতা পরবে অথবা খালি পায়ে হাঁটবে। (মুসলিম ২০৯৭)
উপর্যুক্ত হাদীস দু’টিতে তিনটি সুন্নাত রয়েছে:
১. জুতা পরার সময় ডান পায়ে আগে পরবে।
২. খোলার সময় বাম পা আগে খুলবে।
৩. হয়তো দুই পায়ে জুতা পরবে। অথবা একেবারেই পরবে না। অন্য কথায়, এক পায়ে জুতা পরবে না।
সাধা কাপড় পরিধান করা সুন্নাত।
বিভিন্ন রঙের জামা-কাপড়ের ভেতর থেকে সাদা রঙের কাপড় পরা সুন্নাত। দলীল ইবনে আব্বাস রা. এর হাদীস। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা সাদা কাপড় পরো। কেননা সাদা কাপড় সর্বোত্তম কাপড়। সাদা কাপড়েই মৃতকে দাফন করো’। (আহমদ ২২১৯, আবু দাঊদ ৩৮৭৮, তিরমিযী ৯৯৪; আলবানী এটাকে সহীহ বলেছেন- সহীহুল জামে’ ১/২৬৭)
শাইখ ইবনে উসাইমীন র. বলেন, ‘জামা, পাজামা, লুঙ্গিসহ সব ধরনের কাপড়ই এর অন্তর্ভুক্ত। সুতরাং সব ধরনের কাপড় সাদা রঙের পরা সুন্নাত এবং উত্তম। কিন্তু এর অর্থ এই নয় যে অন্য রঙের কাপড় পড়া নিষেধ। তবে নারীদের কাপড় পুরুষের জন্য পরা নিষেধ। (দেখুন শরহে রিয়াজুস সালেহীন ২/১০৮৭)
সুগন্ধি ব্যবহার করা সুন্নাত।
দলীল আনাস রা. এর হাদীস। রাসূলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘দুনিয়াতে দু’টি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে নারী ও সুগন্ধি। আর আমার চোখের শীতলতা রয়েছে নামাজে’। (আহমদ ১২২৯৩, নাসাঈ ৩৯৪০; আলবানী ‘সহীহুন নাসাঈ’ তে বলেছেন: হাসান সহীহ)
এই হাদীসটি সহীহ। অপরদিকে ‘তোমাদের দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে’ শীর্ষক হাদীসটি দুর্বল।
নবীজী দুর্গন্ধ অপছন্দ করতেন। বুখারীতে আয়েশা রা. থেকে একটি লম্বা হাদীস এসেছে। আয়েশা রা. বলেন, ‘নবীজীর কাছ থেকে কেউ দুর্গন্ধ পাবে এটা তাঁর জন্য কষ্টকর ছিল’। (বুখারী ৬৯৭২)
এখানে মাথা আচড়ানো বলতে চিরুনি করা উদ্দেশ্য। সুতরাং ডান দিকে আগে করবে, এরপর বাম দিকে করবে।
এর দলীল হচ্ছে:
আয়েশা রা. এর হাদীস। তিনি বলেন, ‘নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জুতা পরিধান করা, মাথা আচড়ানো, অজু করাসহ সকল কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দনীয় ছিল’। (বুখারী ১৬৮, মুসলিম ২৬৮)