আসরের ফরজ নামাজের আগে সুনির্দিষ্ট কোনো সুন্নাত নামাজ নেই।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া র. বলেন, ‘আসরের আগে নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনো সুন্নাত নামাজ পড়েছেন এমন কথা পাওয়া যায় না। কেউ বলে থাকলেও সেটা দুর্বল কিংবা ভুল বর্ণনা। ( দেখুন আল-ফাতওয়া ২৩/১২৫)
সুতরাং সঠিক বক্তব্য হচ্ছে-: আসরের ফরজ নামাজের আগে সুনির্দিষ্ট কোনো সুন্নাত নামাজ নেই। তবে এ সময় নামাজ পড়া নিষিদ্ধ নয়। তাই সাধারণ নফল হিসেবে দিন-রাতের যে কোনো জায়েজ ওয়াক্তে যেমন নফল পড়া যায়, তেমনি আসরের আগেও পড়া যাবে। কিন্তু নির্ধারিত কোনো সুন্নাত নেই।