দলীল: ক. আবু হুরাইরা রা. এর হাদীস। তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি অসীয়ত করেছেন। ১. প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা। ২. জুহার দুই রাকাআত নামাজ আদায় করা। ৩. ঘুমের আগে বিতরের নামাজ আদায় করা’। আবু দারদা রা. কেও নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই নামাজের অসীয়ত করেছেন। (মুসলিম ৭২২) আবু যর রা. কে এ ব্যাপারে অসীয়ত করেছেন (নাসাঈর সুনানে কুবরা ২৭১২)। আলবানী এটাকে সহীহ বলেছেন ( দেখুন: সহীহাহ ২১৬৬)। খ. আবু যর রা এর হাদীস। তিনি বলেন, নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমাদের প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের ওপর সদকা রয়েছে। সুবহানাল্লাহ সদকা। আলহামদুলিল্লাহ সদকা। লা ইলাহা ইল্লাল্লাহ সদকা। আল্লাহু আকবার সদকা। সৎ কাজের আদেশ সদকা। অসৎ কাজের নিষেধ সদকা। দুই রাকাআত জুহার নামাজ এসব কিছুর জন্য যথেষ্ট’। (মুসলিম ৭২০) |