brightness_1
বাথরুমে প্রবেশ ও বের হওয়ার দুআসমূহ
বাথরুমে প্রবেশের আগে নিম্নোক্ত দুআ পড়া সুন্নাত:
সহীহ বুখারী ও মুসলিমে আনাস রা. থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন বাথরুমে যেতেন, তখন বলতেন, ‘আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস’। (বুখারী ৬৩২২, মুসলিম ৩৭৫) অর্থ হে আল্লাহ আমি ‘খুবুস’ এবং ‘খাবায়িস’ থেকে আপনার আশ্রয় কামনা করছি।
এখানে ‘খুবুস’ অর্থ হলো পুরুষ শয়তান। আর ‘খাবায়েস’ হলো নারী শয়তান। সুতরাং সব ধরনের শয়তান থেকেই আশ্রয় কামনা করা হবে।
কারও কারও মতে দুআটির শব্দ হচ্ছে ‘খুব্স’ (খুবুস নয়)। তখন এর অর্থ হবে, অনিষ্টতা। আর ‘খাবায়েস’ হলো প্রেতাত্মা। এ হিসেবে সব ধরনের অনিষ্টতা ও অনিষ্টতার উৎস থেকে আশ্রয় প্রার্থনা হবে। আর এটা আগেরটার চেয়ে ব্যাপক।
বাথরুম থেকে বের হয়ে নিম্নোক্ত দুআ পড়া সুন্নাত:
মুসনাদে আহমদ, সুনানে আবু দাঊদ, তিরমিযী শরীফে আয়েশা রা. এর হাদীস। হাদীসটিকে আলবানী র. সহীহ বলেছেন। আয়েশা রা. বলেন, ‘নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন বাথরুম থেকে বের হতেন, তখন বলতেন ‘গুফরানাক’। (আহমদ ২৫২২০, আবু দাঊদ ৩০, তিরমিযী ৭; আলবানী এটাকে সহীহ বলেছেন- দেখুন তাহকীকু মিশকাতিল মাসাবীহ ১/১১৬)